রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

পাঠ পরিকল্পনা বা সেশন প্লানঃ তত্ত্বীয় ও ব্যবহারিক



 পাঠ পরিকল্পনা ঃ শিখন-শেখানো কার্যক্রম শুরু করার পূর্বে শিক্ষক কোন পদ্ধতিতে, কোন কৌশলে,  কোন উপকরন সহযোগে, কত সময়ে পাঠদান করবেন, তার পূর্ব নির্ধারিত পরিকল্পনাই হলো পাঠ পরিকল্পনা। 


নিচে একটি নমুনা পাঠ পরিকল্পনা দেয়া হলঃ



 পাঠ পরিকল্পনা করে পড়ালে যে সুবিধা গুলো পাই,


১. শিক্ষকের পরিশ্রম কম হয়।

২. শিখন স্থায়ী হয়।

৩. সময়ের মধ্যেই পাঠদান সম্পন্ন হয়।

৪. শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়।


ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টে শেপ এর কাজ।

 ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টে শেপ এর কাজঃ


কীভাবে শেপ আনবো?

উত্তরঃ ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট ওপেন করে উপরের রিবনে INSERT  ক্লিক করলে এই রকম চিত্র দেখা যাবে।


এখন ঐ  Shapes এ ক্লিক করলে নিম্মের মতো চিত্র আসবে।


এখন এ স্থান হতে ইচ্ছে মতো শেপ নিয়ে কাজ করা যাবে। 




ধন্যবাদ।