মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

পাইথনে'র বাক্স বা ভেরিয়েবল

 বাক্স বলতে বুঝি কোন কিছু রাখার স্থান। হতে পারে সাপের বাক্স, মিষ্টির বা গহনার। কাজেই প্রোগ্রামিং এর ভাষায় এই  বাক্স বা কোন কিছু রাখার এলাকা বা বাক্সের নাম হল ভেরিয়েবল। 

আরও একটু গুছিয়ে বললে, কম্পিউটার মেমোরিতে কোন স্থান নির্ধারন করে ঐ স্থানের কোন নামকরণ করলে তাকে বলি ভেরিয়েবলেন নাম। যদি সেখানে কিছু রাখা হয়, তবে সেটাকে বলি ভেরিয়েবলের মান। 

যেমনঃ ধরি কোন একটি খালি গহনার বাক্স। সুতরাং "বাক্স" হল ভেরিয়েবল। সেখানে কানের দুল রাখা আছে, সুতরাং "কানের দুল" হল ভেরিয়েবলের মান। আর "গহনা" হলে ভেরিয়েবল টাইপ অর্থাৎ, কি ধরনের বস্তু সেখানে রাখা আছে, তাহা বোঝায় ।

চিত্র দেখি ও বুঝিঃ 



এখানে , ১নং লাইনে  y এর মান 20, এবার y কে প্রিন্ট ফাংশনের মধ্যে দিয়ে চালিত করলে রেজাল্ট আসলো 20. এখানে  y  হল ভেরিয়েবলের নাম,  20  হল ভেরিয়েবলের মান। 

              ৪নং লাইনে  m_2 হল ভেরিয়েবলের নাম,   int    হলো ভেরিয়েবলের টাইপ,  int    দ্বারা পূর্নসংখ্যা বোঝায়, আর ভেরিয়েবলের মান হল  5   

                    ১০ নং লাইনে  str  হল ভেরিয়েবল টাইপ। এর মাধ্যমে অক্ষর বোঝায়।

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন