শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

রসায়ন পড়া শুরুর প্রাথমিক কিছু যোগ্যতা/জ্ঞান

 রসায়ণ পড়ার পূর্বে যা যানা দরকার,

পদার্থঃ

মৌলিক পদার্থ

যৌগিক পদার্থঃ

মিশ্র পদার্থঃ

ভৌত পরিবর্তনঃ

রাসায়নিক পরিবর্তনঃ

মিশ্রণঃ

সমসত্ত্ব মিশ্রণঃ

অসমসত্ত্ব মিশ্রণঃ

গলনাংকঃ

স্ফ ুটনাংকঃ

তাপঃ

তাপমাত্রাঃ

অনুঃ

পরমানুঃ

ইলেকট্রনঃ

পারমানবিক সংখ্যাঃ

এখন শুরু করি বই হতে...

বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

পদার্থ কী? মৌলিক ও যৌগীক পদার্থ বলতে কি বুঝি? মিশ্র পদার্থ কী? ধাতু, অধাতু ব্যাখ্যা করি

 

    আমাদের চারপাশে যা কিছু দেখি বা ছুঁইতে পারি সবই পদার্থ। কোনটি তরল(পানি,তেল,শরবত), কোনটি বায়বীয়(বাতাস,অক্সিজেন, জলীয়বাস্প), কোনটি আবার কঠিন(কাঠ, লোহা)। 

>>> যেসকল পদার্থ একাধিক ভিন্ন ভিন্ন পদার্থের রাসায়নিক সংযুক্তিতে তেরী তা-ই যৌগীক পদার্থ। যেমনঃ পানি, পানি হল অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের রাসায়নিক সংযুক্তি।

>>> অপরদিকে যে সকল পদার্থে অন্য ভিন্ন পদার্থের অস্তিত্ব থাকে না, তা-ই মৌলিক পদার্থ। যেমনঃ হাইড্রোজেন, লোহা, তামা ইত্যাদি।


    পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা সীমিত। তবে যৌগীক পদার্থের সংখ্যা অগণিত।

আবার যদি পানি ও চিনি মিশিয়ে শরবত তৈরি করা হয়, তবে শরবত হবে মিশ্রপদার্থ।

যেমনঃ বাতাস একটি মিশ্র পদার্থ। বাতাসে অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি গ্যাস থাকে মিশ্রিত অবস্থায়। উহাদের মধ্যে কোন রাসায়নিক সংযোগ নেই। তাই বাতাস একটি মিশ্র পদার্থ।


ধাতুঃ 

অধাতুঃ


বাইনারি পদ্ধতিতে গণনা শিখি

 



(ক) বাইনারি পদ্ধতিতে গণনা শিখি,


  বাইনারি পদ্ধতিতে অংক হল দু'টি,   ০ (শূন্য),  ১ (এক).
  বাইনারি পদ্ধতির ভিত্তি হল দুই।


এখন নিচের টেবিলে দেখি কীভাবে এক হতে পাঁচ পর্যন্ত লিখলাম !
6432168421=Value
0000000=0
0000001=1
0000010=2
0000011=3
0000100=4
0000101=5
উপরের টেবিলে প্রথম সারিতে কিছু মান রাখা আছে,দ্বিতীয় সারিতে সবই শূন্য়,তৃতীয় সারিতে "=" চিহ্নের বামে এক এবং ভ্যালুও এক। দেখা যাচ্ছে প্রথম সারি এক এর বরাবর "=" চিহ্নের বামের এক!আবার দেখি চতুর্থ সারিতে "=" চিহ্নের বামে এক একবার এবং ভ্যালু দুই। দেখা যাচ্ছে প্রথম সারি দুই এর বরাবর "=" চিহ্নের বামের এক!পঞ্চম সারিতো "=" চিহ্নের বামে  দুইটি এক এবং ভ্যালু তিন। দেখা যাচ্ছে প্রথম সারি এক এর বরাবর এক ও দুই এর বরাবর  এক  ("=" চিহ্নের বামে)। সুতরাং উপরের দুই ও এক যোগ হয়ে ভ্যালু তিন হয়েছে।
এখন আবার নিচের টেবিল নিয়ে একটু গবেষণা করি!
6432168421=Value
0000000=0
0000001=1
0000010=2
0000011=3
0000100=4
0000101=5
0000110=6
0000111=7
0001000=8
0001001=9
0001010=10
0001011=11
0001100=12
0010000=17
0010100=20
0100011=35

এভাবেই আমরা বাইনারিতে গণণা করতে পারি ।
ধন্যাবাদ