বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

বাইনারি পদ্ধতিতে গণনা শিখি

 



(ক) বাইনারি পদ্ধতিতে গণনা শিখি,


  বাইনারি পদ্ধতিতে অংক হল দু'টি,   ০ (শূন্য),  ১ (এক).
  বাইনারি পদ্ধতির ভিত্তি হল দুই।


এখন নিচের টেবিলে দেখি কীভাবে এক হতে পাঁচ পর্যন্ত লিখলাম !
6432168421=Value
0000000=0
0000001=1
0000010=2
0000011=3
0000100=4
0000101=5
উপরের টেবিলে প্রথম সারিতে কিছু মান রাখা আছে,দ্বিতীয় সারিতে সবই শূন্য়,তৃতীয় সারিতে "=" চিহ্নের বামে এক এবং ভ্যালুও এক। দেখা যাচ্ছে প্রথম সারি এক এর বরাবর "=" চিহ্নের বামের এক!আবার দেখি চতুর্থ সারিতে "=" চিহ্নের বামে এক একবার এবং ভ্যালু দুই। দেখা যাচ্ছে প্রথম সারি দুই এর বরাবর "=" চিহ্নের বামের এক!পঞ্চম সারিতো "=" চিহ্নের বামে  দুইটি এক এবং ভ্যালু তিন। দেখা যাচ্ছে প্রথম সারি এক এর বরাবর এক ও দুই এর বরাবর  এক  ("=" চিহ্নের বামে)। সুতরাং উপরের দুই ও এক যোগ হয়ে ভ্যালু তিন হয়েছে।
এখন আবার নিচের টেবিল নিয়ে একটু গবেষণা করি!
6432168421=Value
0000000=0
0000001=1
0000010=2
0000011=3
0000100=4
0000101=5
0000110=6
0000111=7
0001000=8
0001001=9
0001010=10
0001011=11
0001100=12
0010000=17
0010100=20
0100011=35

এভাবেই আমরা বাইনারিতে গণণা করতে পারি ।
ধন্যাবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন