পাইথন কী? লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাইথন কী? লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

৮ম শ্রেণির পাঠঃ পাইথন এর পরিবেশ তৈরী করে কম্পিউটারে কাজ শুরু করা

     পাইথন, নাম শুনলেই মনে হয় বিশাল অজগর! কিন্তু না! আমরা আমাদের কম্পিউটারের মাধ্যমে নতুন কিছু তৈরী করা শিখবো এই পাইথনের মাধ্যমে। 

     এটা হল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যার মাধ্যমে কোডিং করে অনেক গাণিতিক সমস্যা সমাধান করা যায়। ক্যালকুলেটর তৈরী করা, অংক কষা ও আরও কতো কী?

    পাইথন হল বস্তু-সংশ্লিষ্ট উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। ১৯৯১ সালে প্রথম এটি প্রকাশ্যে আসে। এর উদ্ভাবক হলেন গিডো ভান রসম।


    যাই হোক আমরা ৮ম শ্রেণিতে ধাপে ধাপে পাইথন শিখবো। প্রয়োজনে ভিডিও দেখে দেখে! কতো মজা ! তাই কি?



শুরু করা যাকঃ


প্রথমে আমাদের কম্পিউটারে পাইথন ইনস্টল করতে হবে,

ধাপ-১ঃ বিশ্বস্থ সোর্স (https://www.python.org/) হতে পাইথন এর সেটআপ ফাইল ডাউনলোড করা।
ধাপ-২ঃ ফাইলটি-তে ডাবল ক্লিক করে সেট-আপ করা/ ইনস্টল করা।
এখন তো ইনস্টল হয়ে গেল! কাজ করবো কীভাবে? মনে রাখতে হবে পাইথন কীভাবে কাজ করছে তা দেখার জন্য অন্য একটি পরিবেশ দরকার, তোমাদের পাঠ্য বইয়ে আছে । একটি বিশেষ পরিবেশের মাধ্যমে আমরা পাইথনের ফলাফল দেখতে পারি, এর নাম হল থনি। এটা ছাড়া আরও অন্য পরিবেশও আছে। 

পূর্বের মতো থনি ডাউনলোড করা সম্পন্ন করিঃ

ধাপ-১ঃ বিশ্বস্থ সোর্স (https://thonny.org/)  হতে থনি(Thonny) এর সেটআপ ফাইল ডাউনলোড করা।
ধাপ-২ঃ ফাইলটি-তে ডাবল ক্লিক করে সেট-আপ করা/ ইনস্টল করা।
--

ব্যাস কাজ সম্পন্ন হলো। 

এবার হবে মজার খেলা শুরু!