পাইথনে শুভেচ্ছা বার্তা প্রকাশ করতে বা দেখতে হলে,
১) প্রথমে কী-বোর্ড হতে Windows+R, cmd লিখে Enter. অতপর টাইপ করতে হবে, python --version অথবা py --version লিখে Enter. তাহলে পাইথন ইনস্টলেশন অবস্থা ও তার ভার্সন দেখতে পাবে।
উপরের মতো করে কোড লিখে রান করাবো। ব্যাস আউটপুট দেখতে পাচ্ছি।
এবার একটু ব্যাখ্যা করি,
উপরে print() হলো একটি ফাংশন। যার ভিতরে কিছু দিলে তা ডিস্প্লেতে দেখা যাবে। যেমন "" এর ভিতরে আমরা Welcome লিখেছি। নিচে দেখতে পাচ্ছি।
এই print() এর নাম হলো প্রিন্ট ফাংশন। তাহলে বুঝতে পারলাম ফাংশন হলো একটা শর্তে মতো কিছু যার মাধ্যমে নির্ধারিত কাজ করা যায়।
অন্যভাবে বলা যায়, একটি সুবিন্যস্ত কোড সমষ্টি যার মাধ্যমে নিদ্দিষ্ট কাজ করা যায়, তা-ই ফাংশন।
পাইথনে অনেক ফাংশন আছে যেমনঃ ইনপুট দেওয়ার ফাংশন, নিজের তৈরি ফাংশন ইত্যাদি যা শিঘ্রই শিখবো।