মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

পাইথনে'র বাক্স বা ভেরিয়েবল

 বাক্স বলতে বুঝি কোন কিছু রাখার স্থান। হতে পারে সাপের বাক্স, মিষ্টির বা গহনার। কাজেই প্রোগ্রামিং এর ভাষায় এই  বাক্স বা কোন কিছু রাখার এলাকা বা বাক্সের নাম হল ভেরিয়েবল। 

আরও একটু গুছিয়ে বললে, কম্পিউটার মেমোরিতে কোন স্থান নির্ধারন করে ঐ স্থানের কোন নামকরণ করলে তাকে বলি ভেরিয়েবলেন নাম। যদি সেখানে কিছু রাখা হয়, তবে সেটাকে বলি ভেরিয়েবলের মান। 

যেমনঃ ধরি কোন একটি খালি গহনার বাক্স। সুতরাং "বাক্স" হল ভেরিয়েবল। সেখানে কানের দুল রাখা আছে, সুতরাং "কানের দুল" হল ভেরিয়েবলের মান। আর "গহনা" হলে ভেরিয়েবল টাইপ অর্থাৎ, কি ধরনের বস্তু সেখানে রাখা আছে, তাহা বোঝায় ।

চিত্র দেখি ও বুঝিঃ 



এখানে , ১নং লাইনে  y এর মান 20, এবার y কে প্রিন্ট ফাংশনের মধ্যে দিয়ে চালিত করলে রেজাল্ট আসলো 20. এখানে  y  হল ভেরিয়েবলের নাম,  20  হল ভেরিয়েবলের মান। 

              ৪নং লাইনে  m_2 হল ভেরিয়েবলের নাম,   int    হলো ভেরিয়েবলের টাইপ,  int    দ্বারা পূর্নসংখ্যা বোঝায়, আর ভেরিয়েবলের মান হল  5   

                    ১০ নং লাইনে  str  হল ভেরিয়েবল টাইপ। এর মাধ্যমে অক্ষর বোঝায়।

 



পাইথনে প্রথম কোডঃ "শুভেচ্ছা বার্তা" "Welcome"

পাইথনে শুভেচ্ছা বার্তা প্রকাশ করতে বা দেখতে হলে,

    ১) প্রথমে কী-বোর্ড হতে  Windows+R, cmd  লিখে   Enter. অতপর টাইপ করতে হবে,  python --version    অথবা  py --version লিখে  Enter. তাহলে পাইথন ইনস্টলেশন অবস্থা  ও তার ভার্সন দেখতে পাবে।





    ২) এখন থনি ওপেন করবোঃ 



উপরের মতো করে কোড লিখে রান করাবো। ব্যাস আউটপুট দেখতে পাচ্ছি।

এবার একটু ব্যাখ্যা করি,

উপরে  print()  হলো একটি ফাংশন। যার ভিতরে কিছু দিলে তা ডিস্প্লেতে দেখা যাবে। যেমন "" এর ভিতরে আমরা Welcome লিখেছি। নিচে দেখতে পাচ্ছি। 

এই print() এর নাম হলো প্রিন্ট ফাংশন। তাহলে বুঝতে পারলাম ফাংশন হলো একটা শর্তে মতো কিছু যার মাধ্যমে নির্ধারিত কাজ করা যায়। 
অন্যভাবে বলা যায়, একটি সুবিন্যস্ত কোড সমষ্টি যার মাধ্যমে নিদ্দিষ্ট কাজ করা যায়, তা-ই ফাংশন।

পাইথনে অনেক ফাংশন আছে যেমনঃ ইনপুট দেওয়ার ফাংশন, নিজের তৈরি ফাংশন ইত্যাদি যা শিঘ্রই শিখবো। 





সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

৮ম শ্রেণির পাঠঃ পাইথন এর পরিবেশ তৈরী করে কম্পিউটারে কাজ শুরু করা

     পাইথন, নাম শুনলেই মনে হয় বিশাল অজগর! কিন্তু না! আমরা আমাদের কম্পিউটারের মাধ্যমে নতুন কিছু তৈরী করা শিখবো এই পাইথনের মাধ্যমে। 

     এটা হল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যার মাধ্যমে কোডিং করে অনেক গাণিতিক সমস্যা সমাধান করা যায়। ক্যালকুলেটর তৈরী করা, অংক কষা ও আরও কতো কী?

    পাইথন হল বস্তু-সংশ্লিষ্ট উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। ১৯৯১ সালে প্রথম এটি প্রকাশ্যে আসে। এর উদ্ভাবক হলেন গিডো ভান রসম।


    যাই হোক আমরা ৮ম শ্রেণিতে ধাপে ধাপে পাইথন শিখবো। প্রয়োজনে ভিডিও দেখে দেখে! কতো মজা ! তাই কি?



শুরু করা যাকঃ


প্রথমে আমাদের কম্পিউটারে পাইথন ইনস্টল করতে হবে,

ধাপ-১ঃ বিশ্বস্থ সোর্স (https://www.python.org/) হতে পাইথন এর সেটআপ ফাইল ডাউনলোড করা।
ধাপ-২ঃ ফাইলটি-তে ডাবল ক্লিক করে সেট-আপ করা/ ইনস্টল করা।
এখন তো ইনস্টল হয়ে গেল! কাজ করবো কীভাবে? মনে রাখতে হবে পাইথন কীভাবে কাজ করছে তা দেখার জন্য অন্য একটি পরিবেশ দরকার, তোমাদের পাঠ্য বইয়ে আছে । একটি বিশেষ পরিবেশের মাধ্যমে আমরা পাইথনের ফলাফল দেখতে পারি, এর নাম হল থনি। এটা ছাড়া আরও অন্য পরিবেশও আছে। 

পূর্বের মতো থনি ডাউনলোড করা সম্পন্ন করিঃ

ধাপ-১ঃ বিশ্বস্থ সোর্স (https://thonny.org/)  হতে থনি(Thonny) এর সেটআপ ফাইল ডাউনলোড করা।
ধাপ-২ঃ ফাইলটি-তে ডাবল ক্লিক করে সেট-আপ করা/ ইনস্টল করা।
--

ব্যাস কাজ সম্পন্ন হলো। 

এবার হবে মজার খেলা শুরু!